ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই বলেছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

সব দলই জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে তাদের আস্থা আছে-এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, তার অধীনেই সবাই নির্বাচন চেয়েছে এবং জুনের মধ্যেই নির্বাচন বিএনপিকে জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ মে) রাতে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক শেষে গেটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সব দলই জানিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তাদের আস্থা আছে। তার অধীনেই সবাই নির্বাচন চেয়েছে এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন ড. ইউনূস। জামায়াত তাতে সমর্থন দিয়েছে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুনের মধ্যেই নির্বাচন করবেন, জুন পার হবে না-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, তিনি বিএনপি নেতাদের জানিয়েছেন এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে।
এনসিপি মনে করে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব না, তারা নির্বাচন কমিশনের (ইসি) পুনর্গঠনের দাবি জানিয়েছে বলেও জানান তিনি।
শফিকুল আলম আরও বলেন, জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া এ মাসেই শুরু হবে।
Comments