বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত: এনসিপি

বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত বলে মনে করে এনসিপি। দুপুরে রাজধানীর বাংলামোটরে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম একথা জানান।
তিনি বলেন, শুধু নির্বাচন আয়োজন নয়। বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারকে এই সরকার প্রাধান্য দিয়েছ। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে।
বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত বলে মনে করে এনিসিপি। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক। তবে সেনাবাহিনীর উচিত যার যেটা কাজ সেটা যেন ঠিকভাবে পালন করে। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে সেনাবাহিনীর অনেক সদস্য গুম খুনের সাথে জড়িত ছিল।
নাহিদ ইসলাম আবারো বলেন, সেনাবাহিনীর কাজ নয় রাজনীতিতে নাক গলানো।
দুই ছাত্র উপদেষ্টাকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশে অনৈক্য সৃষ্টির জন্য নাহিদ ইসলাম আওয়ামী লীগকে দায়ী করেন। বিএনপির প্রতি অভিযোগ করে তিনি বলেন, বিএনপি সবসময় নির্বাচনই চেয়েছে। কিন্তু বিপ্লবের পর সংস্কারের একমাত্র লক্ষ্য নির্বাচন হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
Comments