জামালপুরে ভূমি অফিসে অসাধু চক্রান্ত

জামালপুর ভূমি অফিসের একদল অসাধু চক্রের সহযোগিতায় চিহ্নিত ভূমিদস্যু শাহাদাত হোসেন পলাশ কর্তৃক শহরের যোগীরঘোপা এলাকায় ভুয়া দলিলের মাধ্যমে সম্পত্তির মালিকানা দাবীর পায়তারা করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
সোমবার (১৯ মে) দুপুরে শহরের ১১ নং ওয়ার্ডের যোগীরঘোপা এলাকায় এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী জমির মালিক শেখ ফরিদ, আশরাফ আলী ও জুলহাস মিয়া।
সংবাদ সম্মেলনে শেখ ফরিদ অভিযোগ করে বলেন, আমি জামালপুর শহরের যোগীরঘোপা এলাকায় ওয়ারিশ সূত্রে মা এর প্রাপ্ত ৫.৫৩ শতাংশ জমি দীর্ঘদিন যাবত আমরা ৩ ভাই ভোগদখল করে আসছি। জমির সকল বৈধ কাগজপত্রাদিও আমাদের নিকট আছে। রাস্তার সাথে জমি হওয়ায় চিহ্নিত ভূমিদস্যু শাহাদাত হোসেন পলাশ জমিটি ক্রয় করতে চাইলে আমরা বিক্রয় করি নাই । এরপর থেকেই জায়গাটি বিভিন্নভাবে দখলে নেওয়ার পায়তারা করে ভূমিদস্যু চক্রটি। অবশেষে ভূমিদস্যু শাহাদাত হোসেন পলাশ কোন উপায় না পেয়ে জামালপুর ভূমি অফিসের একদল অসাধু চক্রকে অর্থের বিনিময়ে আমাদের খাজনাকৃত জমিটি পূণরায় ভুয়া কাগজ দেখিয়ে নতুন করে খাজনা খারিজ করার পায়তারা করছে।
তিনি আরও বলেন, বৈধ কাগজপত্রাদি থাকার পরেও জামালপুর ভূমি অফিসের অসাধু চক্রের সহায়তায় খাজনা খারিজ করার পায়তারা বন্ধে জামালপুর ভূমি অফিস কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান তিনি।
Comments