নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকান জাহাজের সংঘর্ষ, নিহত ২

মেক্সিকান নৌবাহিনীর একটি পালতোলা প্রশিক্ষণ জাহাজ নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে ধাক্কা খেয়ে অন্তত দুইজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন, নিউ ইয়র্ক সিটি মেয়র এই তথ্য নিশ্চিত করেছেন। মেয়র এরিক অ্যাডামস বলেন, শনিবার সন্ধ্যায় সংঘর্ষের আগে পালতোলা জাহাজটির বিদ্যুৎ সংযোগ চলে যায়।
মার্কিন কর্মকর্তারা জানান, জাহাজটিতে ২৭৭ জন লোক ছিল, এবং এটি সৌজন্যমূলক সফরে নিউ ইয়র্কে এসেছিল।
ঘটনাস্থলের এক ভিডিও ফুটেজে দেখা যায়, শনিবার সন্ধ্যায় যখন জাহাজটি বিশ্বখ্যাত এই সেতুটির নিচ দিয়ে পার হচ্ছিল, তখন কুয়াউথেমক নামের জাহাজটির উঁচু মাস্তুল সেতুর সাথে ধাক্কা খায়।
খবরে বলা হয়েছে, মাস্তুলের কিছু অংশ ভেঙে গিয়ে জাহাজের ডেকের উপরে পড়ে, তখন মাস্তুলের ওপর দাঁড়িয়ে থাকা কয়েকজন ক্রু আহত হয়েছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।
নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তারা ব্রুকলিন ব্রিজের নিচের ঘটনার উদ্ধার কাজ করছে। এক্স-এ প্রকাশিত এক বার্তায় সংস্থাটি জানায়, 'পরিস্থিতি এখনো চলমান এবং বিস্তারিত তথ্য এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি।'
Comments