সাবেক সিরাজগঞ্জ- ৬ আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন

সাবেক সিরাজগঞ্জ -৬ আসনের (চৌহালি উপজেলা ও শাহজাদপুর উপজেলার পূর্ব অংশের চারটি ইউনিয়ন) পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকাল ৪ টার দিকে সাবেক সিরাজগঞ্জ-৬ আসনের সচেতন জনসাধারণের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওয়াটা কেমিক্যাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন, মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কারেন্ট নিউজের প্রধান সম্পাদক মো. নাঈমুল ইসলাম, মনজুর কাদের কারিগরি কলেজ এর প্রিন্সিপাল আহসান হাবিব দুলাল সহ বিভিন্ন পেশাজীবির প্রায় দেড় শতাধিক মানুষ।
সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মিজানুর রহমান। উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন, মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় বক্তারা জানান, এ আসনের সাবেক এমপি আলহাজ্ব আনছার আলী সিদ্দিকী, অধ্যাপক শাহজাহান অনেক উন্নয়ন করেছিলেন এবং সর্বশেষ এমপি মেজর (অব.) মনজুর কাদের ২০০১-৬ সালে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন করেছিলেন। কিন্তু ২০০৮ সালে এই সংসদীয় আসন বিলুপ্ত করে বেলকুচি উপজেলার সাথে যোগ করায় গত ১৭ বছরে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি।
বক্তারা আরো বলেন, মনজুর কাদেরের রেখে যাওয়া উন্নয়ন কর্মকান্ড যমুনার গর্ভে বিলীন হলেও কোন সংসদ সদস্য দেখেও দেখেনি। তাই এই আসন ফেরত দেয়া হলে চৌহালী ফিরে পাবে তার হারানো গৌরব উন্নয়ন হবে এ অঞ্চলের ভাগ্য বিলম্বিত মানুষের জীবন মান।
Comments