টি-টোয়েন্টি সিরিজ খেলতে আমিরাতের পথে টাইগাররা

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আরব আমিরাতের পথে বাংলাদেশ দল। দুই দফায় দেশ ছাড়ছেন টাইগার ক্রিকেটাররা।
সহ-অধিনায়ক শেখ মেহেদী, জাকের আলী, হাসান মাহমুদ ও হেড কোচ ফিল সিমন্সসহ দলের ১৭ সদস্য গিয়েছেন বুধবার (১৪ মে) সকালের ফ্লাইটে। অধিনায়ক লিটন দাস, মোস্তাফিজুর রহমান ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ ৭ জন যাবেন বিকেলের ফ্লাইটে।
আগামী ১৭ মে থেকে আরব আমিরাতের বিপক্ষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।
এদিকে ভারত-পাকিস্তান যুদ্ধপরিস্থিতির কারণে শঙ্কায় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। তবে বিসিবিকে এই সিরিজের পরিবর্তিত সূচি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন এবং বিসিবির সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরিবর্তিত সূচি পাঠিয়েছে পিসিবি। সেখানে ২ দিন পিছিয়ে ম্যাচ শুরু করার প্রস্তাব দেয়া হয়েছে ২৭ মে থেকে। ২৯ মে এবং ১, ৩ আর ৫ জুন হবে বাকি ম্যাচগুলো। বাংলাদেশ রাজি হলে পূর্বের দুই ভেন্যু ফয়সালাবাদ আর লাহোরেই হবে সব ম্যাচ। তবে প্রস্তুত রাখা হবে রাওয়ালপিন্ডিকেও।
Comments