মামুন প্রসঙ্গে গুরুতর অভিযোগ লায়লার

ব্যক্তিজীবন নিয়ে দুইদিন ধরেই আলোচনায় দেশের পরিচিতমুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন এবং তার কথিত প্রেমিকা লায়লা। একদিন আগে ফেসবুক লাইভে এসে লায়লার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া নেটিজেনদের কাছে তুলে ধরেন মামুন। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন তার প্রেমিকা লায়লা।
সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে লায়লা বলেন, ফেসবুক লাইভে এসে মামুন আমার ব্যক্তিগত জীবন নেটদুনিয়ায় ভাইরাল করেছে। এটা ঠিক নয়। আমি প্রথমে ভেবেছিলাম ও (মামুন) মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও করছে। পরে বুঝতে পারি ও লাইভ করছে।
ব্যান্ডেজ করা হাত নিয়ে লায়লা আরও বলেন, মামুন ফেসবুক লাইভে এসে দাবি করে আমি সুগার মাম্মি। তাকে প্রলোভন দেখিয়েছি সম্পর্কে জড়ানোর জন্য। দেখুন, আমি সুগার মাম্মি হলে পয়সা খরচ করে কেন শুধু ওর সঙ্গেই সম্পর্কে জড়াবো? আমি তো তাহলে নিত্য নতুন ছেলেদের সাথে সম্পর্কে জড়াতে পারি। দুনিয়াতে কি ছেলের অভাব?
এরপরই মামুন প্রসঙ্গে গুরুতর অভিযোগ তুলে এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, মামুনের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক। আমাদের বিয়ে হয়েছে। ঝগড়া সব পরিবারেই হয় সেদিন আমাদেরও হয়েছিল। কিন্তু মামুন লাইভে এসে দাবি করে সে নয় আমিই নাকি তার কাছে গিয়েছি। যা সত্যি নয়।
লায়লা আরও বলেন, বরং ৪ বছর আগে আমার একাকিত্বকে টার্গেট করে মামুন ও তার পরিবার আমার কাছে আসে। ওই সময় বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আমি একটা বড় ফ্ল্যাটের মালিক। আমি তখন দুই সন্তানের সিঙ্গেল মাদার। আমার দুই স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। তারা আলাদা থাকে। এ অবস্থায় স্বামীহারা হয়ে দুই সন্তান নিয়ে কী করব এই ভেবে ট্রমাটাইজড ছিলাম। সে সময় নিজেদের আর্থিক দিক গুছিয়ে নিতে আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে মামুন ও তার পরিবার।
প্রসঙ্গত, টিকটকার অনামিকা ঐশীসহ একাধিক নারী প্রসঙ্গে বিবাদে জড়িয়েছেন এ জুটি। মামুন দোষারোপ করেন, দুই স্বামীর পাশাপাশি মামুনের সঙ্গে সম্পর্ক রেখেছেন লায়লা। সব সময় লায়লার কথামত তাকে চলতে হয়। অন্যদিকে লায়লা দাবি করছেন, মাদকাসক্ত হয়ে একাধিক নারীর সঙ্গে অন্তঃরঙ্গ অবস্থায় সময় কাটাতে পছন্দ করে মামুন। যে কারণে কোনো ভাবেই তাদের বনিবনা হচ্ছে না। এ অভিযোগ অবশ্য মেনে নিতে নারাজ জনপ্রিয় তরুণ টিকটকার প্রিন্স মামুন।
Comments