ঝিনাইদহে রেলপথের দাবীতে মানববন্ধন

ঝিনাইদহে রেলপথ সংযোগের দাবীতে মানববন্ধন করেছে "ঝিনাইদহ শহর রেলপথ চাই বাস্তবায়ন পরিষদ"। এ উপলক্ষ্যে আজ সকাল সাড়ে ১০টায় শহরের পায়রা চত্বরে গনস্বাক্ষর ও মানবন্ধন করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ শহর রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. অব্দুল্লাহ, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বক্তব্যে তারা বলেন, রাজধানী ঢাকার থেকে মাগুরা জেলা পর্যন্ত রেল লাইনের কাজ শুরু হয়েছে। সেখান থেকে যশোরের সাথে সংযুক্ত হয়ে খুলনা যাবে ট্রেন লাইন। কিন্তু মাঝখানের মাত্র কয়েক কিলিমিটার সংযাগ দিলেই ঝিনাইদহ মুল শহরের সাথেও রেল লাইনের সংযোগ দেওয়া সম্ভব। এ নিয়ে বেশ কিছু মিটিংও হয়েছে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে। তারা সবসময় আশ্বস্ত করেছেন। কিন্তু বাস্তবায়ন হচ্ছে না।
আমরা মাগুরা হয়ে ঝিনাইদহ শহর হয়ে যশোরের সাথে রেল লাইনের সংযোগ চাই। গত প্রায় এক দশক ধরে রেল পথের জন্য আন্দোলন চলছে। এ দাবী যদি বাস্তবায়ন না হয় ঝিনাইদহ জেলা আর্থসামাজিক উন্নয়ন থেকে ব্যাপকভাবে পিছিয়ে যাবে। জেলা উন্নয়ন আজীবনের জন্য একরকম থমকে যাবে। তাই যতো দ্রুত আমরা এর কার্যকারিতা দেখতে চাই।
Comments