সুন্দরবনের হুলার খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ

সুন্দরবনের পূর্বাঞ্চলের একটি খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ।
বন কর্মকর্তারা জানিয়েছেন, পাচারের উদ্দেশ্যে আনা এই মাংস বৃহস্পতিবার ভোরে পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশন এলাকার হুলার ভারানী খাল থেকে উদ্ধার করা হয়।
ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা ওই এলাকায় অভিযান চালান। তাদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা হরিণের মাংসসহ একটি কাঠের নৌকা ফেলে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ককসেট ভর্তি ৪২ কেজি হরিণের মাংস ও শিকার কাজে ব্যবহৃত কিছু সামগ্রী উদ্ধার করা হয়।
তিনি জানান, এই ঘটনায় চারজন চোরাশিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে, যদিও এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
বন বিভাগ বলছে, সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় নদী ও খাল এলাকায় নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছে।
Comments