বিশ্ব দুই প্রতিবেশীর সামরিক সংঘাতের ভার বহন করতে পারবে না: জাতিসংঘ

কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে 'সর্বোচ্চ সংযমের' আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের লাইভ খবরে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ট্রাম্বলে বলেছেন, 'বিশ্ব দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে সামরিক সংঘাতের ভার বহন করতে পারবে না। '
গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
Comments