অশান্ত পাক-আফগান সীমান্ত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলায় নিরীহ পর্যটক হত্যার আবহে যখন ভারত পাকিস্তানের মধ্যে যখন চরম উত্তেজনা তখন অশান্ত হয়ে উঠেছে পাকিস্তান-আফগান সীমান্তও। সোমবার পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর সাথে সংঘর্ষে এই সীমান্ত অঞ্চলে ৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং দাবী করেছে, সবাই অনুপ্রবেশকারী সন্ত্রাসী। সংঘর্ষ হয়েছে পাকিস্তানের খাইবারপাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে। তবে নিজেদের কেউ মারা গেছে কিনা সেটা বলেনি পাকিস্তান সেনাবাহিনী।
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় আড়াই হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। প্রতিবেশী দুই দেশের এই সীমান্তের বিশাল অংশ উন্মুক্ত এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দুই দেশের সীমান্ত এলাকায় প্রায় অনুপ্রবেশের চেষ্টার সময় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে, সোমবার পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে স্থানীয় শান্তি কমিটির বৈঠক চলাকালীন বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা উসমান ওয়াজির জানান, যেখানে সভা চলছিল সেখানে বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ধসে পড়ে। ঘটনাস্থলেই সবাই নিহত হয়।
Comments