পাহাড় থেকে সমুদ্র: ভ্রাতৃত্বের বন্ধনে একদিন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার একাংশ নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুষ্ঠিত হলো এক উৎসবমুখর আনন্দভ্রমণ।
১৮ এপ্রিল তরুণ লেখকরা ভ্রমণ করেন চন্দ্রনাথ পাহাড় ও গুলিয়াখালী সমুদ্র সৈকত যেখানে লেখালেখির বাইরেও তারা ভাগাভাগি করেন হাসি, অনুভব আর একান্ত মুহূর্ত।
দশটিরও বেশি জেলা থেকে মিলিত সদস্যদের অংশগ্রহণে এই আয়োজন হয়ে ওঠে এক ব্যতিক্রমী মিলনমেলা। পাহাড়ি ট্র্যাকিং, সমুদ্র পাড়ে বৃষ্টিতে ভেজা, খেলাধুলা, গান-কবিতা ও মতবিনিময়ের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
অনুষ্ঠানে অংশ নেন শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা আজহার মাহমুদ, বর্তমান উপদেষ্টা লাইজু আক্তার ও জাবেদুর রহমান। সকলে দিনভর সৃজনশীলতা ও বন্ধুত্বের বন্ধনে ছিলেন একত্রিত।
আনন্দভ্রমণের এই মিলনমেলায় পূর্বে অনুষ্ঠিত একাধিক প্রতিযোগিতার প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করা হয়, পাশাপাশি ফিরতি যাত্রায় আয়োজিত কুইজে বিজয়ীদেরও পুরস্কার প্রদান করা হয়।
Comments