মালয়েশিয়ায় বাংলাদেশিসহ কালো তালিকা ভুক্ত ৫০

মালয়েশিয়ার যোহরবারু রাজ্যের ইমিগ্রেশন ২২ বাংলাদেশিসহ ৫০ জন কারাবন্দীর সাজা শেষে নিজ নিজ দেশে পাঠিয়েছে।
২১ এপ্রিল সোমবার যোহর বারু কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে এ তথ্য জানান।
তথ্য আরো উল্লেখ করা হয়, ৫০ জন বিদেশি নাগরিককে তাদের সাজা শেষ হলে, ইমিগ্রেশন আইন অনুযায়ী সকল বন্দীদের আন্তর্জাতিক বিমানবন্দর, কেএলআই ১, ২, ও সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাদের সকলকে নিজ নিজ দেশে হস্তান্তর করা হয়।
হস্তান্তর করা সকল বন্দিদের নিজ নিজ অর্থায়ন অথবা দূতাবাসের অর্থায়নে, বিমান টিকিট ক্রয় করে দেশে পাঠানো হয়। হস্তান্তরের সময় বাংলাদেশিসহ সকলকে কাল তালিকাভুক্ত করেন মালয়েশিয়ার ইমিগ্রেশন। মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন অনুযায়ী কালো তালিকাভুক্ত যে কোনো দেশের নাগরিক, মালয়েশিয়াতে আর প্রবেশ করতে পারবেন না।
৫০ জন বিদেশির অপরাধ পেনাল কোড ( আইন ৫৭৪) বিপদজনক ড্রাগস অ্যাক্ট ১৯৫২( আইন ২৩৪) ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এবং অন্যান্যাদের অধীনে বিভিন্ন অপরাধের জন্য কারাগারে সাজা শেষ হওয়ার পরে, সকলকে নিজ নিজ দেশে হস্তান্তর করা হয়েছে।
এদের মধ্যে বাংলাদেশী ২২ জন,ইন্দোনেশিয়ার ৯ জন, ভিয়েতনামের ৯ জন, পাকিস্তানের ৬ জন, ভারতীয় ২ জন ও চীনা ২ জন।
Comments