পটুয়াখালীতে ডিপ্লোমা নার্সদের স্নাতক সমমান চেয়ে মানববন্ধন

তিন বছরের ডিপ্লোমা কোর্সের নার্সদের স্নাতক পাশের সমমান করার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারী-বেসরকারী নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সোমবার বেলা এগারোটায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পটুয়াখালী শাখার আয়োজনে সদর হাসপাতাল রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ডিপোল্পা ইন নার্সিং এর ততৃীয় বর্ষের শিক্ষার্থী তাজবিন, কেয়া, সিমি, রাজিব, ফয়সাল ও শুভ। বক্তারা, তাদের যৌক্তিক দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলে জানান।
Comments