মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ও সর্বজনীন জনপ্রিয় সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম) ২০২৫-২৬ সালের এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মামাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালীব রাব্বি । সাধারণ সম্পাদক এশিয়া প্যাসিফিক সায়েদা তাসমিমা হুসেইন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিএসওএমের ফেসবুক পোস্টের মাধ্যমে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি ( এপিইউ ) মাহফুজুর রহমান সিফাত, সহ-সভাপতি মো. মোহাম্মাদ রিয়াদ হোসেন, (সিটি ইউনিভার্সিটি), জয়েন্ট সেক্রেটারি নাম: মেহেদী হাসান জ্যাক (ইউসিএমআই) আদিবা আহমেদ (ইউপিএম), সাংগঠনিক সম্পাদক পদে ( এপিইউ ) তাসবীর হোসাইন দিপ্ত , যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে এমএমইউর ফাহাদ বিন জাহেদ ,অর্থ সম্পাদক পদে (ইউএমকেএল) নুরে আলম শুভ সেগী, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক ইলা আকতার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইয়েরা জামান, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি সাওন আহমেদ, যুগ্ম মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি রাকিবুল হারিস, ক্রীড়া সম্পাদক জামানুল ইসলাম, যুগ্ম ক্রীড়া সম্পাদক সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক আমানুল্লাহ রাজ, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সাবরিনা সুচনা, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক জারিন তাসনীম, পি&আর সম্পাদক সুমাইয়া আকতার ও ধর্ম বিষয়ক সম্পাদক শরীয়তুল্লাহ সহ ৬৯ জনের ৩৪ ইউনিভার্সিটি থেকে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এক সাক্ষাৎকারে নতুন কমিটি প্রসঙ্গে আসাদুল্লাহ আল গালীব রাব্বি বলেন, আমরা এই দায়িত্বকে সম্মানের সঙ্গে গ্রহণ করছি এবং আশা করি BSOM-এর মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশের শিক্ষার্থীরা আরও সুসংগঠিত, সহায়ক ও ঐক্যবদ্ধ হবে ,পাশাপাশি বিশ্বের দরবারে ব্র্যান্ডিং বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবো ।
সাধারণ সম্পাদক সায়েদা তাসমিয়া হুসেইন বলেন, "এই কমিটির প্রতিটি সদস্য শুধু নেতৃত্ব দিতে নয়, বরং কিছু নতুন সৃষ্টি ও ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে। আমরা BSOM-কে এমন এক প্ল্যাটফর্মে পরিণত করতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থীর গল্প, প্রতিভা ও স্বপ্ন গুরুত্ব পাবে'।
২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম) মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ২৮হাজার ছাত্রছাত্রীর সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশি শিক্ষার্থীদের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ করার পাশাপাশি শিক্ষা ও অন্যান্য কাজে দক্ষ হিসেবে গড়ে তুলতে সংগঠনটি বিভিন্ন সেমিনার, ক্যারিয়ার ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করে আসছে।
Comments