বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ এপ্রিল বিকাল ৪ টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন হয়।
জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের প্রতিষ্ঠাতা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়ার সভাপতিত্বে উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. উত্তম বড়ুয়া, সমীরণ বড়ুয়া টিটু, প্রকৌশলী জয় সেন বড়ুয়া, মিন্টু কুমার বড়ুয়া, শাওন বড়ুয়া রাজু, রাজু প্রসাদ বড়ুয়া, সৈকত বড়ুয়া উত্তম, জুয়েল বড়ুয়া, রিপন বড়ুয়া, যীশু বড়ুয়া, জগদীশ বড়ুয়া, উম্যাচো মারমা, টিকলু বড়ুয়া, জিতেন বড়ুয়া, চম্পক বড়ুয়া, সুবীর বড়ুয়া প্রমুখ।
সংবাদ সংম্মেলনে সাথী উদয় কুমুম বড়ুয়া বলেন, বাংলাদেশী বৌদ্ধরা ঐক্যবদ্ধভাবে প্রিয় নেতা তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের পতাকাতলে সমস্ত বৌদ্ধ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সাথী উদয় কুসুম বড়ুয়াকে আহ্বায়ক, ড. উত্তম বড়ুয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাজল কান্তি বড়য়াকে কেন্দ্রীয় সদস্য সচিব করে ১৫৩ জনের (আংশিক) জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
Comments