বাংলাদেশিসহ গ্রেফতার ৫০৬ বিদেশি অনিবন্ধিত অভিবাসী কর্মী

মালয়েশিয়ার টুরিজম ও রাতের শহর খ্যাত শহর বুকিত বিন্তাং জালান এম বিতে অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ৫০৬ জন অনিবন্ধিত কর্মী গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
১৮ এপ্লিল বৃহস্পতিবার রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান, ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। অভিযানটিতে ১৮৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ সময় গ্রেফতার ৫০৬ জনের মধ্যে বেশি সংখ্যায় বাংলাদেশি ছিলেন, গ্রেফতার হন বাংলাদেশী ১৫৫ জন, নেপালের ১৪২ জন, ইন্দোনেশিয়ার ১০৯ জনসহ ভারতীয় ও শ্রীলঙ্কার নাগরিকও রয়েছে। এদের মধ্যে পুরুষ ৪৪৮ জন নারী ৫৮ জন।
পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া জন্য তাদের বুকিট জলিল ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া আরো জানান,২০২৫ সালের জানুয়ারী মাস থেকে ১৬ এপ্রিল পযন্ত ৩৮৭০ টি অভিযান পরিচালনা করে মোট ৫২৩১৮ জনের কাজগজ পত্র চেক করে ২২৪৮৬ জন অনিবন্ধিত অভিবাসী কর্মীদের গ্রেফতার করা হয়েছে। অনিবন্ধিত অভিবাসী কর্মীদের পাশাপাশি ৪৯১ জন নিয়োগ কর্তাকে গ্রেফতার করা হয়েছে অনিবন্ধিত অভিবাসী কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে।
Comments