সুন্দরবনে প্রত্যন্ত এলাকায় কোস্ট গার্ডের চিকিৎসা সেবা

সুন্দরবনের কোলে, সবুজে ঘেরা নির্জন জয়মনিঘোল গ্রামে বৃহস্পতিবার সকালে দেখা গেলো ভিন্ন এক চিত্র। শিশুদের হাতে ওষুধের প্যাকেট, মায়েদের চোখে স্বস্তি আর বৃদ্ধদের কণ্ঠে কৃতজ্ঞতার সুর—সব মিলিয়ে যেন মানবতার এক উদাহরণ হয়ে উঠেছিলো মোংলার সেই জনপদ।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের যৌথ উদ্যোগে জয়মনিঘোল ও এর আশপাশের এলাকায় আয়োজন করা হয় এক বিশেষ মেডিকেল ক্যাম্প। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দুই শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, "প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা উপকূলের সাধারণ মানুষের পাশে আছি। তাদের চাহিদা আর কষ্টগুলো আমাদের হৃদয়ে দাগ কাটে। তাই বারবার আমরা ছুটে আসি।"

চিকিৎসা কার্যক্রমে নেতৃত্ব দেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মাকসুদা জাহান। রোগীদের জন্য নিজের অভিজ্ঞতা ও মমতাকে সেবা হিসেবে বিলিয়ে দেন তিনি। অসুস্থ এক বৃদ্ধা মালেক গাজী চোখ মুছতে মুছতে বলেন, "এতো বছরেও কেউ আমাদের গ্রামে এমনভাবে আসেনি। আজ যেন নতুন করে বাঁচার স্বপ্ন পেলাম।"
ক্যাম্প পরিদর্শনে আসেন যুক্তরাষ্ট্র দূতাবাসের সিভিল মিলিটারি সাপোর্ট এলিমেন্টের পরিচালক রায়ান রে এবং এসএসজি ইউএসবি টেলর চেজ টিলার।
তারা স্থানীয় মানুষের সাথে কথা বলেন, গ্রামের শিশুদের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তোলেন।

শুধু চিকিৎসা সেবা নয়, এদিন জনসচেতনতামূলক আলোচনায় স্থানীয় জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানো হয় অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ এবং বনজ সম্পদ রক্ষার বিষয়ে।
স্থানীয় পল্লী চিকিৎসক এমদাদুল হক টুকু জানান, "এমন আয়োজন শুধু সেবা নয়, ভালোবাসাও ছড়িয়ে দেয়। মানুষের পাশে দাঁড়ানোই তো আসল দায়িত্ব।"
উপকূলীয় মানুষের হাসিমুখ আর তৃপ্তির নিঃশ্বাস যেন বলে দিচ্ছিলো—সুন্দরবনের এই প্রান্তেও এখনও ভালোবাসা আছে, সহানুভূতি আছে, আছে দায়িত্বশীল রাষ্ট্রের প্রতিচ্ছবি।
Comments