এবার ‘গোল্ড কার্ড’ নিয়ে আসছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বসবাস করতে ইচ্ছুকদের জন্য 'বিশেষ অভিবাসন ভিসা' বিক্রি করতে একটি প্রক্রিয়া গড়ে তুলছেন ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি ব্যয় সংকোচন টাস্কফোর্সের সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ এই অভিবাসন ভিসার নাম দিয়েছে গোল্ড কার্ড। যা বিক্রি হবে ৫০ লাখ ডলারে। খবর নিউইয়র্ক টাইমস
অভিবাসন ভিসা আবেদন প্রত্যাশীদের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীরা এবং ইলন মাস্কের দল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর এবং মার্কিন সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সার্ভিসের সঙ্গে মিলে একটি ওয়েবসাইট তৈরি করছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনজন ব্যক্তি নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন।
ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি কর্মদক্ষতা বিভাগের দায়িত্ব ছিল ব্যয় সংকোচন করা। এবার এ কাজের পাশাপাশি রাজস্ব আদায়ের নতুন পরিকল্পনা করেছেন মাস্ক। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ব্যাপক অর্থবিত্তের মালিকানা থাকা ব্যক্তিদের মার্কিন নাগরিকত্ব দিতে গোল্ড কার্ড প্রদানের ঘোষণা করেন।
এই ধরনের ভিসার ক্ষেত্রে কারা যোগ্য হবেন সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলেন ট্রাম্প ও তার বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তারা বলেছিলেন, এ ধরনের পরিকল্পনা ইবি-৫ ভিসার বিকল্প হয়ে উঠবে। এই ভিসার মাধ্যম একজন বিদেশি বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পান।
ইবি-৫ ভিসার মাধ্যমে ওই সব ব্যক্তিদের গ্রিন কার্ড প্রদান করা হতো যারা যুক্তরাষ্ট্রে ৮ লাখ ডলার অথবা ১.০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করে ১০ জন আমেরিকানকে চাকরি দিয়েছেন। এই প্রক্রিয়াটি গত বছর ফেডারেল সরকারের জন্য প্রায় ৪ বিলিয়ন ডলার আয়ের পথ তৈরি করেছিল।
গোল্ড কার্ড প্রজেক্টের নেতৃত্বে রয়েছে মার্কিন কর্মদক্ষতা বিভাগ। এর তদারকির দায়িত্বে রয়েছেন মার্কো এলেজ এবং এডওয়ার্ড কোরিস্টিন। মার্চ মাস থেকে তারা এর সঙ্গে যুক্ত হয়েছেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় হোয়াইট হাউসের কাছে অনুরোধ পাঠানো হয়। কিন্তু বিষয়টি নিয়ে হোয়াইট হাউস এবং হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর কোনো মন্তব্য করেনি।
গত মাসে একটি পডকাস্টে বাণিজ্য মন্ত্রী লুটনিক বলেছিলেন, তারা ১ হাজার ভিসা বিক্রি করেছেন। কিন্তু এই প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, এর সঙ্গে কোনো অর্থ লেনদেন হয়নি।
ওই পডকাস্টে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, যদি আপনি গোল্ড কার্ড পান, তাহলে সেটি গ্রিন কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আপনি যুক্তরাষ্ট্রের একজন স্থায়ী বাসিন্দা হবেন। তবে তিনি সতর্ক করে বলেন, গোল্ড কার্ড পাওয়া অনেকেই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবে না।
লুটনিক আরও জানান, ইলন মাস্ক বর্তমানে সফটওয়্যারটি তৈরি করছেন এবং এই কর্মসূচিটি আগামী দুই সপ্তাহের মধ্যে উন্মোচন করা হবে।
এ মাসের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের একটি ল্যামিনেটেড কার্ড দেখান, যাতে তার ছবি, স্ট্যাচু অব লিবার্টি এবং একটি বল্ড ঈগলের ছবি ছিল। তিনি বলেন, এটি 'দুই সপ্তাহেরও কম সময়ের' মধ্যে চালু হবে।
বৃহস্পতিবার লুটনিক তার টাইমলাইনে জানান, কার্ডটি প্রস্তুত হতে যাচ্ছে। এক সপ্তাহেরও কম সময়ে মধ্যে এটি প্রস্তুত হবে।
এদিকে প্রকৌশলীরা গোল্ড কার্ড আবেদনকারীদেরকে সাধারণ ভিসা আবেদনকারীদের থেকে পৃথক করার জন্য কাজ করছেন। গোল্ড কার্ড আবেদনকারীদের কীভাবে দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দেয়া যায়, সেটি নিয়ে কাজ করছেন তারা।
তবে বিষয়টি নিয়ে ইলক মাস্ক, কোরিস্টিন এবং গেবিয়া কোনো মন্তব্য করতে রাজি হননি।
Comments