প্রতি ছক্কা ও উইকেটের জন্য গাজায় রুপি দান করবে মুলতান

গত পরশু শুরু হয়েছে পিএসএলের এবারের আসর, এখন পর্যন্ত তিনটি ম্যাচ হয়ে গেছে। তিন ম্যাচের মধ্যে একটি ছিল মুলতান সুলতানসের। এই দলটির কথা বলার কারণ হলো, তারা টুর্নামেন্টে যতটি ছক্কা হাঁকাবে ও যতটি উইকেট নিবে, তত লাখ রুপি করে গাজার শিশুদের দেওয়ার ঘোষণা দিয়েছে।
করাচি স্টেডিয়ামে মুলতান গতকাল করাচি কিংসের বিপক্ষে খেলতে নেমেছিল। পাকিস্তানে সংবাদ মাধ্যম এআরআই বলছে, এই ম্যাচের টসের সময়ই মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ওই ঘোষণা দেন। মুলতানের দেওয়া অর্থ যাবে ইসরাইলি বর্বতায় ফিলিস্তিনে দুর্বিষহ জীবন পার করতে থাকা শিশুদের কাছে।
ডেইলি পাকিস্তানের তথ্যমতে, মুলতানের মালিক আলী তারিনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'মুলতান সুলতানসে আমরা আমাদের প্লাটফর্মটিকে ইতিবাচক মনে করি। এই মৌসুমে আমরা ফান্ড দিয়ে ফিলিস্তিনের শিশুদের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছি।'
আগে ব্যাট করে করাচির বিপক্ষে ২৩৪ রান সংগ্রহের পথে মুলতান মোট ৯টি ছক্কা হাঁকিয়েছে। পরে করাচির উইকেট নিয়েছে ৬টি। অর্থাৎ এক ম্যাচ শেষেই গাজার শিশুদের ফান্ডে জমা হচ্ছে ১৫ লাখ রুপি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৬ লাখের মতো।
করাচির বিপক্ষে ২৩৪ রান করেও মুলতান ম্যাচটি জিততে পারেনি। রিজওয়ানের ৬৩ বলে ১০৫ রানের ইনিংসকে বৃথা করে জেমস ভিন্স করাচিকে জয় উপহার দেন। ৪ বল ও ৪ উইকেট বাকি থাকতেই তারা লক্ষ্যে পৌঁছায়। ভিন্স ৪৩ বলে করেন ১০১ রান।
Comments