হামলা চালালে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে ইরান: খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে না। তবে মিথ্যা অজুহাতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো হামলার ফলে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পারমাণবিক বোমা তৈরি করতে বাধ্য হবে তেহরান।
সোমবার (১ এপ্রিল) টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আলী লারিজানি বলেন, যদি আমেরিকা বা ইসরায়েল পারমাণবিক অজুহাতে ইরানে বোমা হামলা চালায়, তাহলে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে অগ্রসর হতে বাধ্য হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার বলেছেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তি না করে, তবে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার নির্দেশ দেবেন।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি উল্লেখ করেন, যদি তারা চুক্তি না করে, তাহলে বোমা হামলা হবে।
আয়াতুল্লাহ খামেনি একটি ধর্মীয় ফরমানে পারমাণবিক অস্ত্র তৈরি, এটি রাখা কিংবা ব্যবহার করা নিষিদ্ধ করেছেন। সোমবারের সাক্ষাৎকারে উপদেষ্টা লারিজানি সেই ফতোয়ার কথা উল্লেখ করে বলেন, ধর্মীয় নিষেধাজ্ঞা রাজনৈতিক আদেশের চেয়েও শক্তিশালী।
তবে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিণতি ছাড়া হবে না বলে উল্লেখ করে লারিজানি বলেন, জনগণ আমাদের পারমাণবিক বোমা তৈরির জন্য চাপ দেবে।
গত ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে ইরানকে একটি চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প। চিঠিতে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য একটি চুক্তির জন্য আলোচনা শুরু করার জন্য চাপ দেন।
এরপর ওমানের মাধ্যমে ট্রাম্পের চিঠির জবাব পাঠায় ইরান। এতে জানিয়ে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত 'সর্বোচ্চ চাপ' নীতি এবং সামরিক হুমকি দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নেই।
Comments