গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার পক্ষে বিপক্ষে সড়ক অবরোধ; হামলা-পাল্টা হামলা

বরিশালের গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পক্ষে বিপক্ষে মানববন্ধন ও সড়ক অবরোধ করাকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ জানিয়েছে, গৌরনদী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে এবং তার অপসারণের দাবীতে গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সের সমনে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ করে স্থানীয়রা। গতকাল ওই কর্মকর্তার বদলী আদেশ আসলে আন্দোলনকারীরা ফিরে যায়।
কিন্তু আজ সকাল ১০টার দিকে ওই চিকিৎসকের বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে একটি গ্রুপ একই স্থানে মানববন্ধন ও সড়ক অবরোধ করে। এসময় পূর্বের আন্দোলনকারীরা উপস্থিত হয়ে পাল্টা বিক্ষোভ শুরু করে। বেলা সাড়ে ১১ টার দিকে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হামলার ঘটনা ঘটে। এসময় তারা লাঠিসোটা নিয়ে হামাল চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইউনুস মিয়া। তিনি বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Comments