উল্লাপাড়ায় নারী প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার বড়হর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নারী প্রতিনিধিদের নিয়ে এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উল্লাপাড়া-সলঙ্গা আসনের বিএনপির এমপি প্রার্থী খাঁন সাঈদ হাসান জ্যোতি।
এ সময় উল্লাপাড়ার বড়হর ইউনিয়ন বিএনপি'র সাবেক আহ্বায়ক শামসুদ্দিন মিনা'র সভাপতিত্বে ও বড়হর ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উপদেষ্টা সভায় বড়হর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ১০ জন পুরুষ সদস্য ও ১০ জন নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
Comments