ওমরাহ করতে মক্কায় পৌঁছেছেন বর্ষা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। পবিত্র ওমরাহ পালন করার জন্য পাড়ি জমালেন সৌদি আরবের মক্কায়। বিষয়টি নায়িকা নিজেই নিশ্চিত করেছেন।
গত ৯ মার্চ সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে ওমরাহ পালনের কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী বর্ষা। সেখানে ক্যাপশনে লেখেন, 'মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন। আমার আত্মাটা রেখে গেলাম। ইনশাআল্লাহ ফিরে আসব আবার।'
এদিকে তার এই পোস্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পবিত্র মক্কার সামনে থেকে কালো বোরকা পরিহিত ছবিগুলোর নিচে প্রশংসার জোয়ার তুলেছে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। কেউ কেউ আবার পোস্টটি শেয়ারও করেছেন।
এর আগে গত ৬ মার্চ ওমরাহ পালন করার জন্য পবিত্র মক্কা নগরী পাড়ি জমান অভিনেত্রী বর্ষা। ওমরাহ পালন শেষে আগামী ১৩ মার্চ তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, সবশেষ ২০২৩ সালে 'কিল হিম' সিনেমায় দেখা গেছে চিত্রনায়িকা বর্ষাকে। অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে তার সঙ্গে দেখা গিয়েছিল প্রযোজক-অভিনেতা অনন্ত জলিলকে। বর্তমানে এই জুটির 'নেত্রী দ্য লিডার' সিনেমা এখন মুক্তির অপেক্ষায়।
Comments