ফাইনাল জিততে নিজেদের সর্বোচ্চটাই দিবে ভারত এবং নিউজিল্যান্ড

আর মাত্র একটা ম্যাচ। মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আলোচিত চ্যাম্পিয়ন্স ট্রফির। দুবাইয়ে মুখোমুখি হবে দুই জায়ান্ট ভারত ও নিউজিল্যান্ড। কন্ডিশনের সঙ্গে অভ্যস্ততা, ফর্ম আর শিরোপার হিসেবে পরিষ্কার ফেভারিট ভারত। তার নজরও শিরোপা জয়ের দিকে। অন্যদিকে প্রতিপক্ষের স্পিনার বরুণ চক্রবর্তীকে সামলানো নিয়ে চিন্তায় কিউইরা।
দুবাইয়ে রোববার (৯ মার্চ) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
দুবাইয়ের ক্রিকেট মঞ্চে দুই জায়ান্টের ফাইনাল ফাইট। জার্নিটা ভিন্ন। কেবল এক ভেন্যুতে স্বাচ্ছন্দ্যে খেলে যাচ্ছে ভারত। ক্লান্তিহীন, উদ্যমী এক দল। অন্যদিকে, ট্রাভেল করে করে টায়ার্ড টিম নিউজিল্যান্ড। শিরোপার জন্য হাহাকার সঙ্গী করে ট্রফি কেবিনেট পূর্ণ, এমন এক দলের মুখোমুখি হতে যাচ্ছে কিউইরা।
হোম ভেন্যু হয়ে ওঠা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বড় ম্যাচের আগে বেশ রিল্যাক্সড মুডে ভারতীয়রা। এই চ্যাম্পিয়ন্স ট্রফিসহ ওয়ানডেতে কখনও যে ভেন্যুতে হার নেই, তাকে আরও আপন করে নেয়ার চেষ্টা যেন।
সবকিছু কথা বলছে পক্ষে। তবুও এক অজানা ভয় উঁকি দেয় মনের কোণে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে উড়তে থাকা দলটাই ফাইনালে হারিয়েছিল পথ। সে ট্রমা থেকে বের হতে মরিয়া মেন ইন ব্লু।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শুভমান গিল বলেন, '২০২৩'এ আমরা ফাইনাল হেরেছিলাম। এটা নিয়ে কথা হয় ড্রেসিংরুমে। সবাই সবাইকে অনুপ্রেরণা দেয়ার চেষ্টা করি। ঐ ফাইনালে যেটা করতে পারিনি, সেটা এবার করতে চাই।'
ফাইনালের আগে অন্য সবাই ওয়ার্মআপ করলেও বিরাট কোহলি আর কোচ গৌতম গম্ভীরের সঙ্গে একপাশে দাঁড়িয়ে আলোচনায় মগ্ন ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। গুঞ্জন রয়েছে, এ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন রোহিত। প্রেস কনফারেন্সে গিলের কথায়ও কনফিউশন দূর হয়নি।
গিল বলেন, 'রোহিত শর্মার অবসর ইস্যুতে কিছু জানা নেই। সবার মনোযোগ ফাইনাল নিয়ে। আমার মনে হয় তিনি নিজেও আপাতত শুধু এ ম্যাচ নিয়ে ভাবছেন। অন্য কিছু ফাইনালের পর হয়তো জানা যাবে।'
অবসর নেন বা নেন, রোহিত চাইবেন ক্যাপ্টেন হিসেবে এই সম্মানজনক ট্রফিটাও জিততে। শিরোপা মীমাংসার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই নামবে মেন ইন ব্লু।
ম্যাট হেনরি পুরোপুরি ফিট না হলে নিউজিল্যান্ডের একাদশে আসতে পারে এক পরিবর্তন। ব্লকবাস্টার ফাইনালের আগে আইসিসি একাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুইভাগে অনুশীলন সেশন সেরেছে কিউইরা। টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম চক্রের ফাইনালের পুনরাবৃত্তির স্বপ্নে বিভোর ব্ল্যাকক্যাপস।
কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, 'উইকেট সম্পর্কে ধারণা হয়েছে। এখানে স্পিনদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং। বরুণ এই ধরনের কন্ডিশনের জন্য দারুণ বোলার। তবে, আগের ম্যাচের ভুল এখানে করা যাবে না।'
এ আসরে দুই সেঞ্চুরি করা রাচিন রবীন্দ্র আর অভিজ্ঞ কেইন উইলিয়ামসনকে কেন্দ্র করে ব্যাটিংয়ের প্ল্যান গ্যারি স্টেডের দলের। ফিল্ডিংয়ে এক্স ফ্যাক্টর গ্লেন ফিলিপস। তবে, দুবাইয়ের কন্ডিশনে ভারতের লম্বা ব্যাটিং লাইনআপকে এগিয়ে রাখবে যে কেউ। আর ৪৫ রান করলেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ক্রিস গেইলকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন কোহলি।
নিজের ব্যাটিং লাইনআপ নিয়ে গিল বলেন, 'আমাদের ব্যাটিংয়ে ডেপথ রয়েছে। রোহিত অন্যতম সেরা ওপেনার, কোহলি অন্যতম সেরা ব্যাটার আর শ্রেয়াস-হার্দিক-জাদেজা ফর্মে আছে। এখানে ৩০০ রানের স্কোর হয়নি। কিভাবে খেলতে হবে, একটা পরিষ্কার ধারণা হয়েছে আমাদের।'
জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচের সেইম পিচেই হবে এই মেগা ফাইনাল।
Comments