ছাত্রদল নেতার বাড়িতে বিএনপি নেতার হামলা

সাভারের আশুলিয়ায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বাড়িতে হামলা হয়েছে। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শাওনের বাড়িতে এ হামলা চালায়। হামলার সময় শাওনের বাবা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামানকে মারধর করা হয়েছে।
বুধবার বিকেলে ও রাতে দফায় দফায় শত শত কিশোর-যুবক নিয়ে মহড়া দেওয়ার পাশাপাশি এ হামলার ঘটনায় এলাকাসাবীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সিসিটিভি ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, শতাধিক কিশোর-যুবক দেশীয় অস্ত্রসহ এলাকায় মহড়া দিয়ে ছাত্রদল নেতা শাওনের খোঁজ করছে। এসময় তারা শাওনের বাড়িতে হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজও করে। এ ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শাওন বলেন, 'আমাকে হত্যার উদ্দেশ্যে বুধবার বিএনপি নেতা আমিনুল ইসলামের লোকজন আমার বাড়িতে ২ দফায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বিকেলে তারা আমার বাবার উপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এসময় আমার ছোট বোন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও মারধর করে এবং ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ডিভিআর মেশিন নিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে দ্বিতীয় দফায় রাত ৮টার দিকে আবারও হামলা চালায় তারা।' স্থানীয়রা জানান, রাজনৈতিক বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত।
আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সৃষ্ট উত্তেজনায় জড়িয়ে পড়েছে এলাকার কিশোর-যুবকরা। এতে তারা দুই দলে বিভক্ত হওয়ায় আরো বড় ধরনের হামলা কিংবা হত্যাকাণ্ডের ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। তাই অবিলম্বে রাজনৈতিক অথবা প্রশাসনিকভাবে দুই পক্ষের দ্বন্দ নিরসন করে সাধারণ মানুষকে স্বস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা।
এদিকে দেশীয় অস্ত্র এবং লোকজন নিয়ে হামলার বিষয়ে জানতে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, 'ছাত্রদল নেতার বাড়িতে হামলার ঘটনায় এখনও আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি।
অভিযোগ পেলে হামলাকারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।'
Comments