বান্নু সেনা ঘাটিতে হামলায় আফগানিস্তান জড়িত, দাবি পাকিস্তানের

পাকিস্তানে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় আফগান নাগরিকদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত বান্নু সেনানিবাসে দুটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা হয়েছে৷ এতে পাঁচজন সেনাসদস্যসহ ৩৫ জন নিহত হয়েছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী জইশ উল ফুরসান এই হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তান বলছে, আফগান সন্ত্রাসীরা সশরীরে এই আক্রমণে জড়িত ছিল। এর আগে জানুয়ারী মাসে আরেকটি সন্ত্রাসী ঘটনায় মৃতদের মধ্যে আফগান নাগরিকের দেহ পাওয়া গিয়েছিল।
মঙ্গলবারের এই হামলার আগে সোমবার রাতে পাক-আফগান সীমান্তে তালেবানের সঙ্গে পাকিস্তানি সেনার দফায় দফায় গুলির লড়াই চলেছে। পাকিস্তানি সেনার জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে ওই সংঘর্ষে চার জওয়ান নিহত হয়েছেন। মৃত্যু হয়েছে অন্তত ১৩ তালেবানের। উত্তর ওয়াজিরিস্তান জেলার সীমান্তবর্তী এলাকা মিরামশাহে টিটিপি-এর হামলার জেরেই সংঘর্ষ ঘটেছে বলে পাক সংবাদমাধ্যম দাবি। আফগান তালেবানের মদতপুষ্ট টিটিপি বাহিনী সোমবার রাতে একযোগে স্পালগা,গোশ,টাপি,বারওয়ানা,পিপানা লোয়ার এবং পিপানা টপের ছ'টি সীমান্তবর্তী নিরাপত্তা চৌকিতে হামলা চালায় বলে প্রকাশিত খবরে দাবি করা হয়।
গত ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তান সীমান্তে জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে,যার ফলে অন্তত ৩০ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। এই অভিযানটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় এবং পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
পাকিস্তানের আশংকা,আফগান সন্ত্রাসীরা পাকিস্তানের মাটিতে বড় ধরনের সহিংসতা ঘটাতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে,যার মধ্যে আফগান সীমান্তবর্তী অঞ্চলগুলো বিশেষভাবে অশান্ত হয়ে উঠেছে। পাকিস্তান সেনাবাহিনী দ্রুত সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান চালাবে বলে ঘোষণা দিয়েছে।
Comments