মধ্যরাতে ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর

রাজধানীর ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মারধর ও হামলার শিকার হয়েছেন। সোমবার মধ্যরাতের এই ঘটনায় আট শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার দিবাগত রাতে নির্মাণাধীন একটি ভবনের ঢালাইয়ের ওপর পা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে নির্মাণাধীন এক ভবনের ঢালাই কাজের ওপরে পা দেন। এ নিয়ে স্থানীয়দের সাথে তার কথা-কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় লোকজন এই শিক্ষার্থীকে মারধর শুরু করে। ভুক্তভোগী শিক্ষার্থী তার সহপাঠীদের খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন এবং সংঘর্ষ হয়।
স্থানীয় লোকজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে আটক রেখেছে, এমন খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসের আশেপাশে থাকা কয়েকশো শিক্ষার্থী তাদের ছাড়াতে ঘটনাস্থলে যান। তখন আবার সংঘর্ষ হয় স্থানীয়দের সাথে। রাতভর চলা দুই পক্ষের সংঘাত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে র্যাব ও পুলিশ সদস্যরা। এ সময় ভাঙচুর চালানো হয় স্থানীয় কয়েকটি বসতঘর ও ক্লাবে।
শিক্ষার্থীরা দাবি করেন, স্থানীয় বিএনপি নেতা শহিদুল হক শহীদের নেতৃত্বে এ হামলা হয়। মারধর–হামলায় জড়িত ব্যক্তিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
Comments