মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে কে এগিয়ে?

চলমান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নবম আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান-ভারত। 'এ' গ্রুপে দু'দলের এটি দ্বিতীয় ম্যাচ। হার দিয়ে এবারের আসর শুরু করেছে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান।
টুর্নামেন্টে ভালোভাবে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই দারুণ জয়ের স্বাদ পায় ভারত। জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য টিম ইন্ডিয়ার।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। পাকিস্তান সফরে নিজ সরকারের অনুমতি না থাকায় এ ম্যাচটি দুবাইয়ে খেলছে ভারতীয় ক্রিকেট দল। দুবাই স্টেডিয়ামে ২৫ হাজার দর্শক সমাগম হবে এবং লাখ-লাখ দর্শক টেলিভিশনে বসে এই হাইভোল্টটেজ ম্যাচটি দেখবে।
দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার কারনে শুধুমাত্র আইসিসির ইভেন্টেই মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এক দশকেরও বেশি সময় ধরে কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দু'দল। ২০০৮ সালে এশিয়া কাপের জন্য সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ভারতীয় দল।
তাই আইসিসি ইভেন্টে পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে সারাবিশ্বের লাখ-লাখ ভক্তদের আগ্রহ, উন্মদনা থাকে আকাশ ছোঁয়া। বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে এ ম্যাচের সব টিকিটি শেষ হয়ে যায়।
ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৫ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত। এরমধ্যে পাকিস্তানের জয় ৭৩টিতে, ভারতের জয় ৫৭টিতে। পাঁচটি পরিত্যক্ত হয়। তবে সর্বশেষ ১৫ ম্যাচ বিবেচনায় এগিয়ে ভারত। ১০টিতে জিতেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের জয় চারটিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। এছাড়া সর্বশেষ ৬ ম্যাচের মধ্যে ৫টিতে জয় আছে ভারত।
ভারত-পাকিস্তান শেষ ১৫ লড়াই :
১৮-০৩-২০১২ : ভারত ৬ উইকেটে জয়ী, মিরপুর
৩০-১২-২০১২ : পাকিস্তান ৬ উইকেটে জয়ী, চেন্নাই
০৩-০১-২০১৩ : পাকিস্তান ৮৫ রানে জয়ী, ইডেন গার্ডেন্স
০৬-০১-২০১৩ : ভারত ১০ রানে জয়ী, দিল্লি
১৫-০৬-২০১৩ : ভারত ৮ উইকেটে জয়ী, বার্মিংহাম
০১-০৩-২০১৪ : পাকিস্তান ১ উইকেটে জয়ী, ঢাকা
১৫-০২-২০১৫ : ভারত ৭৬ রানে জয়ী, অ্যাডিলেড
০৪-০৬-২০১৭ : ভারত ১২৪ রানে জয়ী, বার্মিংহাম
১৮-০৬-২০১৭ : পাকিস্তান ১৮০ রানে জয়ী, ওভাল
১৯-০৯-২০১৮ : ভারত ৮ উইকেটে জয়ী, দুবাই
২৩-০৯-২০১৮ : ভারত ৯ উইকেটে জয়ী, দুবাই
১৬-০৬-২০১৯ : ভারত ৮৯ রানে জয়ী, ম্যানচেস্টার
০২-০৯-২০২৩ : পরিত্যক্ত, পাল্লেকেলে
১০-০৯-২০২৩ : ভারত ২২৮ রানে জয়ী, কলম্বো
১০-১০-২০২৩ : ভারত ৭ উইকেটে জয়ী, আহমেদাবাদ
সব মিলিয়ে ১৩৫ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান :
পাকিস্তান জয়ী : ৭৩টিতে
ভারত জয়ী : ৫৭টিতে
টাই : ০
পরিত্যক্ত : ৫টি
Comments