মেহেরপুরে ৪টি ইটভাটা বন্ধ, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/02/11/messenger_creation_1d35efd5-169a-400b-ae3c-24231a4aae14.jpeg?itok=dmdMXjQw×tamp=1739265613)
মেহেরপুরের গাংনীতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চারটি অবৈধ ইটভাটা বন্ধ করে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সকালে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদনহীনভাবে পরিচালিত এসব ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না। এছাড়া, ইট পোড়ানোর জন্য কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঠ ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে গাংনী উপজেলার আকুবপুর এলাকার, রূপসা, জনতা ও থ্রি স্টার মালিকদের এক লাখ টাকা করে ৩ লাখ টাকা এবং সমতা ভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন। এছাড়া, উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফফর আহমেদ, মমটমুড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মনিরুল ইসলাম , বামুন্দি ফায়ার সার্ভিস ও গাংনী থানা পুলিশের একটি দল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
Comments