শেষ মূহুর্তের গোলে কোপা দেল'রের সেমিফাইনালে রিয়াল
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/02/06/real_madrid.jpg?itok=OoevGwf-×tamp=1738820533)
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে সহজ প্রতিপক্ষ পেয়ে হয়তো খুব একটা গুরুত্ব দেয়নি রিয়ল মাদ্রিদ। লেগানেসের বিপক্ষে বিজয় নিশ্চিতই ধরে নিয়ছিল মাদ্রিদ ভক্তরা। কিন্তু কে জানতো, এই লেগানেসই শেষ পর্যন্ত লেগানেসই ভোগালো রিয়াল মাদ্রিদকে। ২ গোলে পিছিয়ে পড়ার পরেও রিয়ালের জালে তারা পুরেছে দুই গোল।
তবে রিয়াল মাদ্রিদও ছেড়ে কথা বলার নয়। লড়েছে ম্যাচের শেষ পর্যন্ত। সেটার ফলও তারা পেয়েছে একেবারে হাতেনাতে। ম্যাচের ৯৩তম মিনিটে স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়ার গোল তাদের এনে দেয় দারুণ এক জয়। লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে রিয়াল গেল কোপা দেল রের সেমিফাইনালে।
চোটের কারণে এই ম্যাচে ছিলেন না রিয়ালের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়রকেও রাখা হয় বেঞ্চে। কিন্তু তারপরেও লিগ টেবিলের ১৬তম স্থানে থাকা দলটা রিয়ালের রক্ষণে ভয় ধরিয়েছিল। প্রথম ৮ মিনিটেই লস ব্লাঙ্কোসদের গোলমুখে ছিল ৪ শট।
ম্যাচে রিয়াল প্রথম ভালো সুযোগ পায় ত্রয়োদশ মিনিটে। ব্রাহিম দিয়াজের পাস থেকে এন্ড্রিক ভাল পজিশনে বল পেয়েছিলেন, তবে শট ছিল দুর্বল। অবশ্য এর মিনিট পাঁচেক পরেই রদ্রিগোর পাস থেকে ডান পায়ের শটে গোল করেন লুকা মদ্রিচ।
২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। ছয় গজের ছোট বক্সের সামনে সহজ ফিনিশে বল প্রতিপক্ষের জালে জড়ান এই ব্রাজিলিয়ান তরুণ।
তবে লেগানেসও ফিরে আসার চেষ্টা চালিয়েছিল তখনই। ৩৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান হুয়ান ক্রুস। রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামনের হাতে লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগোর বদলি নামেন ভিনিসিউস। মাঠে নামার পরেই মিস করেছেন দুই সহজ সুযোগ। আর সেটারই শাস্তি দিতেই যেন, ৫৯তম মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস।
২-২ সমতার পর রিয়ালের আক্রমণে বাড়ে গতি। তবে দুর্ভাগ্য তাদের। ব্রাহিম দিয়াজ এবং ভিনিসিয়ুস দুজনেই হতাশ হন বারপোস্টের কারণ। ম্যাচে যোগ হয় তিন মিনিট অতিরিক্ত সময়। তারই শেষ মিনিটে ডান দিক থেকে ব্রাহিমের ক্রসে ছয় গজ বক্সে লাফিয়ে হেডে গোলটি করেন বদলি গঞ্জালো গার্সিয়া।
Comments