মূলধন বাড়াতে সাব অর্ডিনেটেড বন্ড ছাড়বে ডাচ বাংলা ব্যাংক
পঞ্চম সাব–অর্ডিনেটেড বন্ড ছাড়ার বিষয়ে ডাচ্–বাংলা ব্যাংককে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আন্তর্জাতিক নীতিমালা ব্যাসেল-৩ অনুসারে, মূলধন বৃদ্ধি করার জন্য এই বন্ড ছাড়বে ব্যাংকটি। এর আগে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর এই বন্ড ছাড়ার বিষয়টি প্রথম জানায় ডাচ্–বাংলা ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ১ কোটি টাকা মূল্যের মোট ১২০০টি বন্ড ছাড়বে ডাচ্–বাংলা ব্যাংক। এই বন্ড আনসিকিউরড, নন-কনভার্টেবল ও রিডিমেবল। সাব–অর্ডিনেটেড বন্ডের বৈশিষ্ট্য হলো এই বন্ডের ঋণ পরিশোধ অন্যান্য বন্ডের তুলনায় কম অগ্রাধিকার পাবে।
সবশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২৪) ডাচ্–বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৯৭ পয়সা। বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৭০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৪ টাকা ৭১ পয়সা।
পুঁজিবাজারে ২০০১ সালে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক ২০২৩ সালের জন্য ১৭.৫০ শতাংশ নগদ ও ১৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ব্যাংকটির পুনর্মূল্যায়নকৃত শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ৪১ পয়সা, ২০২২ সালে যা ছিল ৫৫ টাকা ৬৭ পয়সা।
ব্যাংকটির মোট শেয়ারের ৮৬ দশমিক ৯৯ শতাংশ স্পন্সর পরিচালক, ৬ দশমিক ২৫ শতাংশ প্রাতিষ্ঠানিক ও দশমিক ০৩ শতাংশ বিদেশি ও ৬ দশমিক ৭৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।