আখাউড়ায় সেনা-পুলিশের অভিযানে চোলাই মদসহ ৪ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৫৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ১টা ৩০ মিনিটে পৌর এলাকার রেলওয়ে পূর্ব কলোনী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আখাউড়া থানার ওসি ছমিউদ্দিনের জানান, অভিযানে মদসহ মো. ইব্রাহীম, রাজন হরিজন, সাগর হরিজন ও সীমান্ত হরিজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Comments