চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের নতুন ‘নাটক’
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে ভারত-পাকিস্তান বিতর্কের শেষ নেই। নানা নাটকীয়তার পর 'হাইব্রিড' মডেলে পাকিস্তানের তিন ভেন্যু ও দুবাইয়ে হবে এটারের টুর্নামেন্ট। ভেন্যু নিয়ে জটিলতার শেষ হতে না হতেই এবার শুরু হলো নতুন 'নাটকের'।
ভারতের হাত ধরেই রচিতি হচ্ছে সেই নাটক। দেশটির গণমাধ্যমের দাবি ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের নাম সম্বলিত জার্সি পরে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। সাধারণত বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে টুর্নামেন্টের লগোর নিচে স্বাগতিক দেশ ও সাল থাকে।
জানা গেছে, ভারতীয় দলের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখা হবে না, বিসিসিআইয়ের এমন চাওয়ার কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্তা।
হাইব্রিড মডেলে হলেও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আয়োজকস্বত্ব পাকিস্তানেরই। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির এক কর্মকর্তা। বলেছেন, 'ক্রিকেটে রাজনীতি আনছে বিসিসিআই। ওরা পাকিস্তানে আসতে চায়নি। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অধিনায়ককে পাঠাতে চায় না। এখন শুনছি আয়োজক দেশ পাকিস্তানের নামও জার্সিতে লিখবে না। আশা করি আইসিসি এমন হতে দেবে না। পাকিস্তানের সঙ্গে থাকবে আইসিসি।'