ধ্বংসস্তূপের ভেতর মরদেহের সন্ধানে গাজাবাসী
যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজাবাসী ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষ বা মরদেহ খুঁজছে । ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে হাজার হাজার বাসিন্দা। খবর রয়টার্স।
১৫ মাসব্যাপী এই সংঘাত গাজা উপত্যকাকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করেছে। গত ১৫ মাস উত্তাল ছিল মধ্যপ্রাচ্য।
রোববার এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শান্ত হয়েছে। যুদ্ধবিরতির প্রথম দিনে হামাসের কাছে আটক তিনজন বন্দিকে মুক্তি দেয়া হয়। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পায় ৯০ জন ফিলিস্তিনি।
ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, আমরা ১০ হাজার শহীদদের সন্ধান করছি, যাদের মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে। অন্তত ২ হাজার ৮৪০ জনের মৃতদেহ পুড়ে ছাই হয়ে গেছে। তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
বাস্তুচ্যুত গাজাবাসী মোহাম্মদ গোমা যুদ্ধে তার ভাই ও ভাতিজাকে হারিয়েছেন। তিনি বলেন, এটি খুব বড় একটা ধাক্কা ছিল। যে পরিমাণ মানুষ হতাহত হয়েছে তার হিসাব নেই। তাদের ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটি ভূমিকম্প বা বন্যার মতো নয়। যা হয়েছে তা হল এক ধরনের গণবিনাশের যুদ্ধ।
গাজার বাসিন্দা এবং চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে মনে হচ্ছে, যদিও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার সকাল থেকে দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে আটজন ইসরায়েলি গুলিবিদ্ধ হয়েছেন।
ফিলিস্তিনি এলাকাটিতে খাদ্য সরবরাহ বেড়ে যাওয়ায় বাসিন্দারা বাজারে ভিড় জমিয়েছে। অনেকে পণ্যের কম দাম এবং নতুন নতুন খাদ্যপণ্যে দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এখন মনোযোগ দেয়া হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনীর ধ্বংসকৃত উপকূলবর্তী এই এলাকার পুনর্গঠনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা ও পশ্চিম তীরে ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণের জন্য বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। এ মাসে প্রকাশিত জাতিসংঘের ক্ষয়ক্ষতির মূল্যায়নে দেখা গেছে, ইসরায়েলের বোমাবর্ষণের পর অবশিষ্ট ৫ কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ অপসারণে ২১ বছর সময় লাগতে পারে এবং ১ দশমিক ২ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে।
গত বছরের জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ভাঙা বাড়িগুলো পুনর্নির্মাণে কমপক্ষে ২০৪০ সাল পর্যন্ত সময় লাগতে পারে।