জেড ক্যাটাগরিতে অ্যাসোসিয়েটেড অক্সিজেন
যথাসময়ে বার্ষিক সাধারণ সভা(এজিএম) করতে না পারায় অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডকে 'এ' থেকে 'জেড' ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হয়েছে। আগামীকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এজন্য কাল থেকে ব্রোকারেজ হাউজ এবং মার্চেন্ট ব্যাংকগুলোকে এই কোম্পানির শেয়ার কেনার জন্য কোন ঋণ না দেওয়ার নির্দেশ দেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জ্বালানি ও বিদ্যুৎ খাতের অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড ২০২০ সালে পুঁজিবাজারে আসে। কোম্পানিটি ২০২১ সালে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়। ২০২২ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। এরপরে ২০২৩ সালে বার্ষিক সাধারণ সভা না করায় লভ্যাংশ ঘোষণায় ব্যর্থ হয়।
৪০০ কোটি টাকা অনুমোদিত ও ১০৯ কোটি ৭০ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানির রিজার্ভে আছে ৯২ কোটি ৬২ লাখ টাকা। আজ সবশেষ এই শেয়ার লেনদেন হয় ১৯ টাকায়। দর বেড়েছে ৩০ পয়সা।