আইফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে অ্যাপলের যে পরামর্শ
আইফোন ব্যবহারকারীদের জন্য ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার সমস্যাটি খুবই পরিচিত এক বিড়ম্বনা। তবে অ্যাপল জানিয়েছে, আইফোনে থাকা অটো-ব্রাইটনেস, অটো-লক এবং লোকেশন সার্ভিস সুবিধা ব্যবহারে সামান্য পরিবর্তন আনলেই ব্যাটারির স্থায়িত্ব দ্বিগুণ পর্যন্ত বাড়ানো সম্ভব। অ্যাপলের তথ্যমতে, আইফোনে ডিফল্টভাবে সক্রিয় থাকলেও সুবিধাগুলোর সেটিংস পরিবর্তন করে আইফোনে ব্যাটারির স্থায়িত্ব বাড়ানো সম্ভব। অটো-ব্রাইটনেস, অটো-লক এবং লোকেশন সার্ভিসের সেটিংস পরিবর্তনের কৌশলগুলো দেখে নেওয়া যাক।
অটো ব্রাইটনেস নিয়ন্ত্রণ
অটো-ব্রাইটনেস সুবিধাটি চারপাশের আলোর মাত্রা অনুযায়ী আইফোনের পর্দার উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে কমবেশি করে থাকে। এর ফলে আইফোন ব্যবহারের সময় চোখের ওপর চাপ পড়ে না। তবে এ সুবিধা ব্যবহারের ফলে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। সুবিধাটি বন্ধের জন্য প্রথমে সেটিংস মেনু থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে প্রবেশ করতে হবে। এরপর ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ অপশনে গিয়ে অটো-ব্রাইটনেস অপশনটি বন্ধ করতে হবে। অটো-ব্রাইটনেস সুবিধা বন্ধের পর চোখের আরামের জন্য চাইলে নাইট শিফট সুবিধা চালু করা যেতে পারে। এ সুবিধা চালু থাকলে সূর্যাস্তের পর আইফোনের পর্দার উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে, ফলে চোখের আরাম নিশ্চিত করার পাশাপাশি ব্যাটারির চার্জ সাশ্রয় হবে।
অটো লক
অটো লক সুবিধাটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে ফোন লক করে দেয়। ফোন লক করার সময় যত কম নির্বাচন করা যাবে, তত কম সময় আইফোনের পর্দা চালু থাকবে। এর ফলে ব্যাটারির চার্জ কম খরচ হবে। সুবিধাটি চালু করতে সেটিংস থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে যেতে হবে। এরপর অটো লক অপশন থেকে ফোন লক করার সর্বনিম্ন সময় নির্বাচন করতে হবে। এর পাশাপাশি সব সময় ডিসপ্লে অন সুবিধাও বন্ধ রাখতে হবে।
লোকেশন সার্ভিস নিয়ন্ত্রণ
অনেক অ্যাপ ইনস্টল করার সময় ব্যবহারকারীর অবস্থান শনাক্তের অনুমতি চায়। তবে লোকেশন সার্ভিস চালু থাকলে অ্যাপগুলো জিপিএস ব্যবহার করে ক্রমাগত ডেটা সংগ্রহ করে, যা ব্যাটারির ওপর বাড়তি চাপ ফেলে থাকে। লোকেশন সার্ভিস নিয়ন্ত্রণ করতে সেটিংস এ গিয়ে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নির্বাচন করতে হবে। এরপর লোকেশন সার্ভিসেস এ প্রবেশ করে অপ্রয়োজনীয় সব অ্যাপের লোকেশন ব্যবহারের অনুমতি বাতিল করতে হবে।
সূত্র: ডেইলি মেইল