শুরু হচ্ছে গ্রীণ ডেল্টা ক্রিকেট ফেস্ট, ট্রফি ও জার্সি উন্মোচন
শুরু হচ্ছে গ্রীণ ডেল্টা ক্রিকেট ফেস্ট ২০২৫। গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি ও এর সহযোগী প্রতিষ্ঠান গুলোর এই বাৎসরিক ক্রীড়া উৎসব শুরু হবে ২৪ জানুয়ারি। গ্রুপ পর্বের খেলা হবে আশিয়ান সিটি মাঠে। ফাইনাল খেলা হবে ১৪ ফেব্রুয়ারি বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে।
এ্যাস্টার ফার্মেসী ও ডিবিএইচ ফাইন্যান্সের পরিবেশনায় এই টুর্নামেন্টে ৪ গ্রুপে ১২ টি দল খেলবে।
মঙ্গলবার গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে এক জমকালো আয়োজনে টুর্নামেন্টের ট্রফি ও টিমগুলোর জার্সি উন্মোচন করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা নাসির এ চৌধুরী।
তিনি বলেন, গ্রীণ ডেল্টা পরিবারের কর্মীদের জন্য আকর্ষণীয় এই আয়োজন সবার মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও টিম স্পিরিট সঞ্চার করবে।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী বলেন, এমপ্লয়ী এনগেজমেন্টের বড় দৃষ্টান্ত এই ক্রিকেট উৎসব। তিনি আশা করেন, সবগুলো প্রতিষ্ঠান উজ্জীবিত হয়ে খেলায় অংশ নেবে ।
গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনুদ্দিন আহমেদ এই সময় উপস্থিত থেকে কর্মীদের অনুপ্রাণিত করেন।
উপস্থিত প্রতিষ্ঠানগুলোর প্রধান ও প্রতিনিধিদের অংশগ্রহণে হয় প্লেয়ার ড্রাফট। আর লটারির মাধ্যমে চারটি গ্রুপে ভাগ করে দেয়া হয়।