ক্ষতির পরিমাণ ২৭৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতি হতে চলেছে। এই ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাপ এখনো করা সম্ভব হয়নি। অ্যাকুওয়েদার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে ভয়াবহতম আগুনে ইতিমধ্যে ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলার সম্পদের ক্ষতি হয়েছে। দাবানল চলমান থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এই ক্ষতির পরিমাণ ২৭৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
লস অ্যাঞ্জেলেসজুড়ে ছড়িয়ে পড়া এই আগুন দমকলকর্মীরা দ্রুতগতিতে নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে হাজারো গ্যালন লাল-গোলাপি গুঁড়া উড়োজাহাজ থেকে ছিটানো হয়। উপাদানটির নাম ফস-চেক। আগুন নিয়ন্ত্রণে ১৯৬৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে ফস-চেকের ব্যবহার হয়ে আসছে। বার্তা সংস্থা এপি ২০২২ সালে এক প্রতিবেদনে বলেছিল, বিশ্বে আগুন নেভানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদানগুলোর একটি এই ফস-চেক।
গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লস অ্যাঞ্জেলেস শহরের ইটন এলাকা থেকে এই আগুনের সূত্রপাত। দাবানলে ইতোমধ্যে সেখানকার প্রায় ৩৪ হাজার একর এলাকা পুড়ে ছাই হয়েছে। প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে। কর্মকর্তারা বলেছেন, আরও ২ লাখ মানুষকে সতর্কতার আওতায় রাখা হয়েছে। ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ হচ্ছে 'সান্তা অ্যানা' নামের ঝোড়ো বাতাস। এই এলাকায় আট মাসেরও বেশি সময় ধরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় এই ঝড়ো বাতাসের উৎপত্তি হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের দাবানলের ক্ষয়ক্ষতির হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি জলবায়ু-সম্পর্কিত দুর্যোগের সাথে সম্পর্কিত। এছাড়া এই দাবানলে বাড়ির মালিকদের বীমা খরচ অনেক বেড়ে যাবে। ক্ষতিপূরণ দিতে গিয়ে বীমা খাতকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দাবানলে ইতিমধ্যে ২৪ জন নিহত, হাজার হাজার বাস্তুচ্যুত, ১২ হাজারেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বিপজ্জনক বাতাস ক্যালিফোর্নিয়ার দাবানলকে আরও তীব্র করে তুলতে পারে। বুধবার পর্যন্ত ঘণ্টায় ৪০ মাইল (৬৪ কিমি/ঘণ্টা) বেগে বাতাস এবং পাহাড়ে ৬৫ মাইল (১০৫ কিমি/ঘণ্টা) বেগে ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে। এ পরিস্থিতিতে মার্কিন আবহাওয়া বিভাগ আরও ভয়াবহ পরিস্থিতির বার্তা দিয়েছে। যে বাতাসের কারণে এ আগুন ছড়িয়ে পড়ে, সে-ই 'সান্তা আনা'র তীব্রতা আবারও বাড়তে পারে। এতে দাবানল আরও বেশী বিধ্বংসী হয়ে উঠবে। আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানান, রোববার থেকে শুষ্ক বাতাস আবার বেড়ে বুধবার পর্যন্ত থাকবে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯৬ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
লস অ্যাঞ্জেলেসের উপকূল বরাবর প্যালিসেডস আগুন আটজনের মৃত্যুর জন্য দায়ী, অন্যদিকে ইটনের আগুনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেডিকেল পরীক্ষকের অফিস জানিয়েছে, কমপক্ষে ২৩ জন নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
লস অ্যাঞ্জেলেসের এই দাবানলকে 'সানসেট ফায়ার' নামে ডাকা হচ্ছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ বলেছে, বুধবার দাবানলে হলিউড হিলসের ৫০ একর জায়গা পুড়ে গেছে। দক্ষিণে হলিউড বোলেভার্ড, উত্তরে মুলহল্যান্ড ড্রাইভ, পূর্বে ১০১ ফ্রিওয়ে এবং পশ্চিমে লরেল ক্যানিয়ন বোলেভার্ড পর্যন্ত এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। বিনোদনজগতের ক্ষেত্রে এই জায়গাগুলো খুব উল্লেখযোগ্য। এই এলাকার মধ্যেই ডলবি থিয়েটারের অবস্থান। সেখানে অস্কার আয়োজন হয়ে থাকে। অস্কারের আয়োজকেরা বলেছেন, দাবানলকে কেন্দ্র করে অস্কার মনোনয়নের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে দুই দিন পেছানো হয়েছে।
আগুনের সূত্রপাত কী কারণে হয়েছে তা তদন্তকারীরা এখনও নির্ধারণের চেষ্টা করছেন। তথ্য সরবরাহকারী সংস্থা অ্যাকুওয়েদারের মতে, অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২৫০ বিলিয়ন থেকে ২৭৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। জাতীয় আবহাওয়া পরিষেবা সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত তীব্র অগ্নিকাণ্ডের সতকর্তাস্বরূপ "বিশেষ বিপজ্জনক পরিস্থিতি" নামে একটি বিরল সতর্কতা জারি করেছে।
সূত্র: দি গার্ডিয়ান, রয়টার্স