নকলায় সড়কে ৬ শতাধিক কৃষ্ণচুড়া চারা রোপণ

"কৃষ্ণচুড়া ঝড়া পথে হাটবো মোরা একসাথে" এই শ্লোগান কে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলা, 'নকলা অদ্যম মেধাবী সংস্থা' নামের একটি সেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে ৬ শতাধিক কৃষ্ণচুড়ার গাছ লাগানো হয়েছে। ১১ জুলাই শুক্রবার বিকেলে নকলা উপজেলার বাইপাস সড়কে ৬ শতাধিক কৃষ্ণচুড়ার চারা রোপণ করা হয়েছে।
নকলা অদ্যম মেধাবী সংস্থার পরিচালক আবু শরিফ কামরুজ্জামান জানান, নকলা শহরের বাইপাস সড়ক ও বিভিন্ন স্কুল কলেজ প্রাঙ্গনে সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে এই বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নে কাজ হাতে নেওয়া হয়। এক সময় এই সড়ক ফুলে রঙিন হবে এবং পথিকের ছায়া হবে।
নকলা উপজেলা বিএনপি নেতা রাব্বেনুর চৌধুরী জানান, নকলা উপজেলায় অদ্যম মেধাবী সংস্থা অনেক দিন যাবৎ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নানা ভাবে সহযোগিতা করে আসছে। এর মধ্যে অন্যতম হলো, গত বছরের বন্যায় নকলা নালিতাবাড়ী উপজেলায় প্রায় শতাধিক গৃহহীন মানুষকে ঘর নির্মাণ করে থাকার ব্যবস্থা করা। এটা সত্যিই প্রশংসনীয় কাজ।
নকলা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি এহসান হাবিব রুবেল আজকের এই বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, আজকে আমরা নকলা উপজেলায় এই কৃষ্ণচুড়ার চারা লাগালাম, এতে সকল শ্রেণির সাধারণ মানুষের অংশগ্রহণ ও পরবর্তীতে এসব গাছের চারা গুলো গরু ছাগলের হাত থেকে রক্ষনাবেক্ষন ও নিয়মিত পরিচর্যা করে কিভাবে নকলা উপজেলাকে সবুজের সমারোহ ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা যায়।
নকলা অদ্যম মেধাবী সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জানান, আমাদের এবারের কৃষ্ণচুড়ার চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক জাতের কৃষ্ণচুড়া চারা রোপণ করা হয়েছে। উদ্দেশ্য একটাই আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা। একটা শহর কিংবা গ্রামে কৃষ্ণচুড়ার সৌন্দর্য দেখে মুগ্ধ সবাই।
Comments