নানা হচ্ছেন সুনীল শেঠি
এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেতা সুনীল শেঠি। ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলকে বিয়ে করেছেন তার মেয়ে আথিয়া শেঠি। বিয়ের ২ বছর পর আথিয়া-রাহুলের কোলে আসছে প্রথম সন্তান।
সম্প্রতি ভারতীয় ক্রিকেটার অস্ট্রেলিয়া সফরের কিছু ছবি শেয়ার করেন সামাজিক মাধ্যমে। একটিতে দেখা যায় স্ত্রী আথিয়াকে। যেখানে গর্ভবতী স্ত্রীর দিকে অপলক তাকিয়ে রয়েছেন রাহুল।
কেএল রাহুল ইনস্টাগ্রামে অস্ট্রেলিয়া সফরের বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন। ২০২৪-২৫ বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে সম্প্রতি সেই দেশে গিয়েছিলেন তিনি।
পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সুনীল কন্যার হাতে কফির কাপ, হাফ হাতা সোয়েটার, সাদা রঙের টপ ও ডেনিম। ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে আথিয়ার বেবিবাম্প। রাহুলকে পরম মমতায় আথিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখা গেল।
গত বছর নভেম্বরে, আথিয়া শেঠি এবং কেএল রাহুল তাদের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য সন্তান আসার সুসংবাদটি ভাগ করে নেন ইনস্টাগ্রামে। আথিয়া ও কেএল রাহুল যৌথভাবে তাদের ব্যক্তিগত জীবনের আপডেট শেয়ার করেন একটি চিরকুটে।
যেখানে লেখা ছিল, 'আমাদের সুন্দর আশীর্বাদ শিগগিরই আসছে। ২০২৫-এ, মিষ্টি ঘোষণাটির সঙ্গে ছিল ছোট ছোট পায়ের ছবি এবং একটি ইভিল আই। আথিয়া একটি সাদা হৃদয়ের ইমোজি দিয়ে নোটটি শেয়ার করে নেন। খুব সম্ভবত ফেব্রুয়ারিতেই মিলবে সুখবর।
২০২৩-এ কেএল রাহুলকে বিয়ে করেন আথিয়া। মেয়ে জামাই কেএল রাহুলের সঙ্গে দারুণ সম্পর্ক অভিনেতা সুনীল শেঠির। প্রায়ই জামাইয়ের প্রশংসা করেন অভিনেতা।