বাকৃবির হলে গেস্টরুমে নবীনদের উদ্ভট শাস্তি, ২৭ শিক্ষার্থী বহিষ্কার
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নবীন শিক্ষার্থীদের গেস্টরুমে উদ্ভট শাস্তি দেওয়ার ঘটনায় ২৭ শিক্ষার্থীকে এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী হলে শৃঙ্খলা পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা জানান, শনিবার (১১ জানুয়ারী) রাতে হলের রিডিং রুমে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ডাকা হয়। সেখানে ২য় বর্ষের প্রায় ২০ জন শিক্ষার্থী হলের কিছু উদ্ভট নিয়ম নবীন শিক্ষার্থীদেরকে মানতে জোর করা হয়।
পরে বিষয়টি প্রশাসনকে জানালে রোববার (১২ জানুয়ারী) রাতে হলে গিয়ে গেস্টরুম করানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। অধিকতর শাস্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিতে প্রেরণ করা হবে। বহিষ্কৃতদের মধ্যে হলের লেভেল-১, সেমিস্টার-২, লেভেল-২, সেমিস্টার-২ এবং মাস্টার্সের একজন শিক্ষার্থী রয়েছেন।