উল্লাপাড়ায় অসহায় দুস্থদের মাঝে রফিকুল ইসলাম খানের কম্বল বিতরণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস চত্বরে কম্বল বিতরণ করা হয়। উপজেলায় মোট ৩ হাজার কম্বল অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যেকোনো দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ায়। শুধু শীতবস্ত্র বিতরণ নয় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ঘরবাড়ি পুড়ে যাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এমনকি স্বৈরাচার সরকারের সময় যখন কারাগারে আটক ছিলাম তখনও উপজেলা জামায়াতের মাধ্যমে উল্লাপাড়ার মানুষের কল্যাণে কাজ করেছি। জামায়াতে ইসলামের রাজনীতির উদ্দেশ্যই হলো মানুষের কল্যাণে কাজ করা, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। ইসলামী সমাজ কায়েম হলে দল-মত নির্বিশেষে সবাই লাভবান হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী, সাবেক উপজেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন আল আজান, পৌর জামায়াতের আমীর আব্দুল করিম, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল কাদের প্রমূখ।