খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরিক্ষার লটারি অনুষ্ঠিত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরিক্ষার লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে স্কুল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী অভিভাবক শিক্ষকদের উপস্থিতিতে এই লটারি ড্র অনুষ্ঠিত হয়।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউসুফ আলী মন্টুর সার্বিক তত্বাবধায়নে এমন উদ্যোগ নেওয়া হয়।
ইউসুফ আলী মন্টু বলেন, এই স্কুলে আমি দায়িত্ব পাওয়ার পর স্কুল ও শিক্ষার মান উন্নয়নের লক্ষে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করেছি। এবং শিক্ষার্থীর হার বৃদ্ধির লক্ষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সাথে বিভিন্ন ধরনের পরামর্শ করা হয়।
এছাড়াও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ছেলে মেয়েরা সঠিক সময়ে স্কুলে আসছে কি না, আবার সঠিক সময়ে বাসায় ফিরছে কিনা, সে দিকে খেয়াল রাখতে হবে। এবং স্কুলে এসে খোঁজ নিয়ে যাওয়ার অনুরোধ ও জানান তিনি। তিনি আরো বলেন, অভিভাবক ছাত্র শিক্ষক এই তিনজনের সমন্বয়ে একটি শিক্ষিত জাতি গড়া সম্ভব। বাংলাদেশ সরকার চাচ্ছে আমার জাতিটা বিশ্বের বুকে নাম করুক এবং জ্বলে উঠুক।
তারই ধারাবাহিকতায় জ্বলে উঠুক খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে শিক্ষার প্রতিযোগিতা বাড়াতে এখন থেকে ছেলে মেয়েদের আলাদা আলাদা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক গনেশ চন্দ্র সরকার, রফিকুল ইসলাম, শিল্পী রাণী, আমার সংবাদের উল্লাপাড়া প্রতিনিধি সাহেব আলী, গ্লোবাল টিভি ও ঢাকা জার্নালের প্রতিনিধি ময়নুল হোসাইন সহ স্কুলের শিক্ষক কর্মচারী ও লটারীতে অংশ নেওয়া শিক্ষার্থীরা।