বছরের আলোচিত যেসব সিনেমা দিয়ে দর্শকের মন জয় করেছেন তারকারা
আর মাত্র কিছুদিন পর শুরু হবে নতুন বছর। কাল ক্যালেন্ডারের পাতা উল্টে আসবে ২০২৫ সাল। ঢাকাই সিনেমার দর্শক এ বছর ভিন্নধর্মী অনেক গল্পের সিনেমা দেখেছে। রহস্য, রোমান্স, অ্যাকশন ও হরর সব ধারার সিনেমাই মুক্তি পেয়েছে চলতি বছরে। বছরের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পেয়েছিল মেহেদী হাসানের 'শেষ বাজি'। আর বছরের শেষ শুক্রবার (২৭ ডিসেম্বর) মুক্তি পেতে যাচ্ছে আকরাম খানের 'নকশী কাঁথার জমিন'।
চলতি বছরের দেশের ক্ষমতা পালাবদলের প্রভাব পরেছিল প্রেক্ষাগৃহেও। তাই সিনেমা মুক্তির সংখ্যা কিছুটা কম। ২০২৪ সালের বেশকিছু সিনেমা আলোচনায় ছিল। আর সিনেমার সূত্র ধরে অভিনয়ের জন্য আলোচনায় ছিলেন বেশ কয়েকজন তাররা। একনজরে দেখা নেয়া যাক সেসব সিনেমা আর তারকাদের খবর।
তুফান: শাকিব খান অভিনীত 'তুফান' সিনেমাটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল ২০২৪ সালে। গত ১৭ জুন পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় 'তুফান'। বিগ বাজেটের সিনেমাটি বাণিজ্যের বিচারেও অন্যান্য সিনেমার থেকে এগিয়ে ছিল। রায়হান রাফীর এ সিনেমা মুক্তির আগে টিজার, গান দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল অন্তর্জালে।
এই সিনেমা দিয়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। সেই সঙ্গে ছিলেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখা গেছে ভিন্নভাবে।
রাজকুমার: শাকিব অভিনীত আরেকটি সিনেমা 'রাজকুমার' মুক্তি পায় পবিত্র ঈদুল ফিতরে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভিনদেশি অভিনেত্রী কোর্টনি কফি। পাশাপাশি অভিনয় করেছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, আরশ খানসহ অনেকে। এই সিনেমাটিও দর্শক টেনেছিল।
কাজলরেখা: দেশের গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। তার পরিচালিত সিনেমা 'কাজলরেখা' রোজার ঈদে মুক্তি পেয়েছিল। সিনেমাটি মুক্তির আগে থেকেই সংবাদের শিরোনাম হয়েছিল বারবার। মৈমনসিংহ গীতিকার কাজলরেখা অবলম্বনে 'কাজলরেখা' সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। সুচ কুমারের বেশে দেখা যাবে শরিফুল রাজকে। কঙ্কণ দাসীর খলচরিত্রে অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা।
দরদ: বছরের শেষ দিকে নভেম্বরে মুক্তি পায় শাকিব খানের সিনেমা 'দরদ'। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় দিয়েই শাকিব খান প্যান ইন্ডিয়ান চলচ্চিত্রে নায়কের অভিষেক হয়। এছাড়াও এই সিনেমায় ঢাকাই সুপারস্টারের সঙ্গে দেখা যায় বলিউডের সোনাল চৌহানকে। সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল মুক্তির পরেও গান আর গল্প নিয়ে দর্শকের প্রশংসা পেয়েছিল।
পেয়ারার সুবাস: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক নূরুল আলম আতিক পরিচালিত সিনেমা 'পেয়ারার সুবাস' চলতি বছরের শুরুতে মুক্তি পায়। এই সিনেমায় অভিনয় করেছিলেন জয়া আহসান ও আহমেদ রুবেলসহ আরও অনেকে। ভিন্নধর্মী এই সিনেমার গল্প প্রশংসা কুড়িয়েছিল।
ওমর: অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা 'ওমর' রোজার ঈদে মুক্তি পায়। মোস্তফা কামাল রাজ পরিচালিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, নাসির উদ্দিন খান ও দর্শনা বণিক । থ্রিলার সিনেমার প্রধান আকর্ষণ টান টান গল্প। ক্রাইম, সাসপেন্স ও কমেডির মিশ্রণে সিনেমাটির গল্প দর্শক টেনেছিল।
দেয়ালের দেশ: চলতি বছরের ভিন্নধর্মী গল্পের জন্য আলোচনায় ছিল 'দেয়ালের দেশ' সিনেমাটি। শরীফুল রাজ আর শবনম বুবলীর অভিনয় সিনেমাটিতে ভিন্নমাত্রা যোগ করেছিল। নতুন নির্মাতা মিশুক মনি 'দেয়ালের দেশ' সিনেমায় দুটি সাধারণ চরিত্রের ভালোবাসাকে অসাধারণ প্রেমের গল্প হিসেবে দর্শকের কাছে উপস্থাপন করেছেন সাবলীলভাবে।
৮৪০: বছরের শেষে চমক দিয়ে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর '৮৪০' সিনেমাটির পূর্ণ নাম 'ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড'। রাজনৈতিক বিদ্রূপাত্মকধর্মী সিনেমাটি খুম কম সময়ে প্রচারণায় মুক্তি পেলেও আলোচনায় ছিল। তারকাবহুল এই সিনেমায় দেখা মিলেছে মারজুক রাসেল, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, নাজিম জয়সহ একাধিক শিল্পীর। সিনেমাটি এখনো চলছে দেশের প্রেক্ষাগৃহে।
প্রিয় মালতী: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেক্ষাগৃহে অভিষেক হয়েছে 'প্রিয় মালতী' সিনেমার মাধ্যমে।তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন। সিনেমায় মালতী চরিত্রে অভিনয় করেন মেহজাবীন। এই চরিত্রটি সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবনসংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন তিনি।