কক্সবাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ডাম্পার ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়ার এবিসি আঞ্চলিক সড়কের ধনিয়াকাটা এলাকায় দুঘটনা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ঢাকা জার্নালকে জানান, ডাম্পার ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও জানান ওসি।