লোকসানে থাকায় লভ্যাংশ ঘোষণায় ব্যর্থ আলহাজ্ব টেক্সটাইল
পুঁজিবাজারে বস্ত্রখাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোন প্রকার লভ্যাংশ ঘোষনা করতে ব্যর্থ হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ–সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ খবর পাওয়া গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ারপ্রতি ৯১ পয়সা মুনাফা হয়েছিল।
আগামী ৩০ জানুয়ারি হাইব্রিড প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সে জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ জানুয়ারি। গত এক বছরে আলহাজ টেক্সটাইলের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ১৮৮ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন দাম ৮৭ টাকা।
আলহাজ টেক্সটাইল গত কয়েক বছরে তেমন একটা লভ্যাংশ দেয়নি। কোম্পানিটি ২০২০ সালে কোন লভ্যাংশ দেয় নাই্। ২০২১ সালে ১ শতাংশ, ২০২২ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। লোকসানে থাকা কোম্পানিটির ১০ টাকা ফেসভ্যালুর শেয়ারের উচ্চমূল্যের কারণ জানা যায়নি। এই ঘোষণার পর আজ বুধবার কোম্পানিটির শেয়ার লেনদেনে মূল্যসীমা থাকবে না।
বি ক্যাটাগরির আলহাজ্ব টেক্সটাইল ১৯৮৩ সালে পুঁজিবাজারে আসে। কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২২ কোটি ৩০ লাখ টাকা।