রাইট শেয়ার ইস্যু ও ইজিএম করবে বার্জার পেইন্টস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পিবিএল'র পরিচালনা পর্ষদ তাদের ৯ ডিসেম্বর অনুষ্ঠিত ২০০তম পর্ষদসভায় তৃতীয় কারখানা প্রকল্পের একটি অংশে অর্থায়নের জন্য রাইট শেয়ার ইস্যু এবং ১০তম বিশেষ সাধারণ সভা আয়োজন করে সিদ্ধান্তটি পাশের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়া কোম্পানির পরিশোধিত মূলধন বাড়াতে ১:১৭ অনুপাতে রাইট শেয়ার (কোম্পানির বিদ্যমান ১৭টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার) ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। রাইট শেয়ারের ইস্যু মূল্য হবে ১১০ টাকা। আসন্ন বিশেষ সাধারণ সভায় সদস্যদের অনুমোদনের পরে প্রতিটি রাইট শেয়ারের জন্য ১১০০ টাকা প্রিমিয়ামসহ ইস্যুর বিষয়টি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের(এসইসি) অনুমোদন সাপেক্ষে কার্যকর করা হবে।
কোম্পানিটি আরও জানায়, বার্জার পেইন্টস ২৭ লাখ ২৮ হাজার ১১১টি শেয়ার ইস্যু করে ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে। এই শেয়ার জে অ্যান্ড এন ইনভেস্টমেন্টস (এশিয়া) লিমিটেডের পক্ষে ইস্যু করা হবে। বার্জার পেইন্টসের ৯৫ শতাংশ মালিকানা রয়েছে কোম্পানিটিতে। আর বাকি ১ লাখ ৩৬ হাজার ৪২০টি শেয়ার অন্য শেয়ার হোল্ডারদের কাছে ইস্যু করা হবে।
জানা গেছে, রাইট ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা অর্থ বার্জার পেইন্টস ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে তৃতীয় কারখানা স্থাপনের কাজে ব্যবহার করবে।
বিএসইসি থেকে অনুমোদনের পর কোম্পানিটি আরেকটি রেকর্ড ডেট ঘোষণা করবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করতে বাজার পেইন্টস ইজিএম করবে। কোম্পানিটির ইজিএম ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ইজিএমের ভেন্যু পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।
বার্জার পেইন্টস ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি প্রতিবছর বিনিয়োগকারীদের ভালোমানের লভ্যাংশ দিয়ে আসছে। ২০২৩ সালে ৪০০ শতাংশ নগদ ও ২০২৪ সালে ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানির মোট শেয়ারের ৯৫ শতাংশ স্পন্সর পরিচালকদের হাতে, ৪ দশমিক ০৭ শতাংশ প্রাতিষ্ঠানিক, ২০ শতাংশ বিদেশি ও দশমিক ৭৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
Comments