ভোমরা বন্দরে কার্যক্রম অব্যাহত: বৈরি সম্পর্কেও থেমে নেই বাণিজ্য
সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক কিছুটা শীতল হলেও দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে তার প্রভাব তেমন পড়েনি। বিশেষত, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রয়েছে।
ভোমরা স্থলবন্দর, যা দুই দেশের বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে পরিচিত, প্রতিদিন হাজার হাজার টন পণ্য পরিবহনকরা হয় এখানে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান বৈরি পরিস্থিতি সত্ত্বেও বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি অব্যাহত রয়েছে। চাল, গম, পেঁয়াজ, ফল এবং বিভিন্ন শিল্পপণ্য এই বন্দরের মাধ্যমে নিয়মিত আদান-প্রদান হচ্ছে।
বাংলাদেশি ব্যবসায়ীরা মনে করছেন, বাণিজ্য চালু রাখা উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। "রাজনৈতিক উত্তেজনা সাময়িক, কিন্তু বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘমেয়াদি হওয়া উচিত। এতে দুই দেশের জনগণই উপকৃত হয়।"
ব্যবসায়ীরা বলছেন, দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা যত দ্রুত কমানো যাবে, ততই উভয় দেশের অর্থনীতি ও বাণিজ্য উপকৃত হবে। বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে দুই দেশের সরকারের মধ্যে আরও সুসংহত যোগাযোগ প্রয়োজন মনে করেন তারা।