আরিচা ঘাটে সিএনজি তল্লাশিতে ইয়াবাসহ যুবক আটক

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিপ্লব ত্রিপুরা (২৭) নামে এক যুবককে আটক করা হয়।
রবিবার (৬ জুলাই) ভোররাত ২টা ১৫ মিনিটে শিবালয় থানা মোড় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসায় পুলিশ। অভিযানে একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে এক যাত্রী পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।
আটকের পর তার পরিহিত প্যান্টের ভেতর থেকে উদ্ধার করা হয় ইয়াবার প্যাকেট। পুলিশ জানায়, এসব ইয়াবার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা।
আটক বিপ্লব ত্রিপুরা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানা গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ইয়াবাগুলো টেকনাফ থেকে এনে পাবনার সুজানগরের মোসাঃ নার্গিস আক্তারের কাছে সরবরাহ করতে যাচ্ছিল।
ঘটনার বিষয়ে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআই মো. তাজুল ইসলাম।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, আটককৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Comments